অর্থপাচারের প্রতিবাদে কানাডায় আন্দোলনের ডাক বাংলাদেশীদের

প্রকাশ: জানুয়ারি ১৯, ২০২০

বণিক বার্তা অনলাইন

দেশের অর্থ পাচার করে যারা বিদেশে বিলাসবহুল জীবন যাপন করছেন, তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন কানাডায় প্রবাসী বাংলাদেশীরা। আগামী ২৪ জানুয়ারি (শুক্রবার) টরন্টোর বাঙালি অধ্যুষিত ডেনফোর্থ অ্যাভিনিউ এলাকার মিজান কমপ্লেক্স মিলনায়তনে এই বিক্ষোভের ডাক দিয়েছেন সেখানকার প্রবাসীরা।

‘লুটেরা রুখো, স্বদেশ বাঁচাও’ স্লোগান নিয়ে এই বিক্ষোভ সমাবেশ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। এই স্লোগান ব্যবহার করে একটি ফেসবুক ইভেন্টও খুলেছেন তারা। আহমেদ হোসাইন নামে এক ব্যক্তির খোলা ওই ইভেন্টটিতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রোববার বিকাল সাড়ে ৫টা) ১২১ জনের আগ্রহ (ইন্টারেস্ট) দেখা গেছে। ‘গোয়িং’ দিয়েছেন ৮৭ জন।

ইভেন্ট সম্পর্কে লেখা হয়েছে, ‘আমরা পৃথিবীর অপরপ্রান্তে থাকি বটে, মননে মগজে আমাদের বসবাস বাংলাদেশে। ...১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের স্বপ্নে, আদর্শে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ হিসেবে পৃথিবীর মাঝে মাথা উঁচু করে দাঁড়াবে এই স্বপ্নের সারথি আমরা প্রতিটি প্রবাসী বাংলাদেশী। বাংলাদেশের এগিয়ে যাওয়া একটি নিরন্তর প্রক্রিয়া। ভৌগোলিকভাবে ভিন্ন অবস্থানে থাকলেও দেশের প্রতিটি ঘাত প্রতিঘাতে কথা বলার অধিকার আমাদের রয়েছে।’

আয়োজকরা বলছেন, ‘কঠোর পরিশ্রমে অর্জিত অর্থ প্রবাসীরা বাংলাদেশে পাঠান। কিন্তু কতিপয় দুর্বৃত্ত, লুটেরা, দুর্নীতিবাজ ব্যক্তি দেশের অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে নিজেদের আশ্রয় গ্রহণ করে অভয়ারণ্য গড়ে তুলছেন। তাদের বিরুদ্ধে আমরা টরন্টো থেকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলছি।’


বাংলাদেশ থেকে অর্থপাচারের প্রতিবাদে কানাডায় মানববন্ধন

কানাডায় স্থায়ী অভিবাসন : কেউ ভাগ্যান্বেষণে, কেউ যাচ্ছেন লুট করে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫