রোলস রয়েসের ১২০ বছর পূর্তিতে সীমিত সংস্করণের ঘোস্ট প্রিজম

ছবি ˆরালস রয়েস

বিলাসবহুল গাড়ির জগতে বিশ্বজুড়ে পরিচিত নাম রোলস রয়েস। চলতি বছরে প্রতিষ্ঠার ১২০ বছর পূর্ণ করছে ইংল্যান্ডের কোম্পানিটি। এ উপলক্ষে ‘ঘোস্ট প্রিজম’ নামের সীমিত সংস্করণের একটি মডেল উন্মোচন করেছে রোলস রয়েস। গাড়িটির নকশায় একই সঙ্গে আভিজাত্য ও হাল প্রযুক্তির সংমিশ্রণ আনা হয়েছে। রঙের ব্যবহার ঘোস্ট প্রিজমকে অন্য গাড়ির চেয়ে এগিয়ে রাখবে। আগ্রহী ক্রেতারা রোলস রয়েসের তিন বিলিয়ন কালার প্যালেট থেকে পছন্দের সুযোগ পাবেন। এছাড়া ফনিক্স রেড, টারচেজ, মান্দারিন ও ফর্জ ইয়েলো—চার ধরনের রঙ দিয়ে গাড়ির অন্দর সাজাতে পারবেন। পুরো গাড়ির সাজাতে ১০ ধাপে কাজ করেছেন কর্মীরা। রোলস রয়েস জানিয়েছে, মরিচা প্রতিরোধী স্টিলে তৈরি গাড়িটির উইং মিরর, গ্রিল ও বুট লিডে ধূসর-কালো বার্নআউট রঙ স্প্রে করা হয়েছে। গাড়িটির সিলিংয়ে লাগানো হয়েছে ১০৪০ তারকা। চামড়ার আস্তরণ ছিদ্র করে বসানো এসব বাতি অভ্যন্তরীণ চেম্বারে হালকা আলোর আভা ছড়াবে। আরোহীর মনে হবে, তিনি আকাশের দিকে তাকিয়ে আছেন। কোম্পানির ডিজাইন শাখার পরিচালক অ্যান্ডার্স ওয়ার্মিং বলেন, ‘‌ধূসর ও বিমূর্ত রঙের ব্যবহার ঘোস্ট প্রিজমকে যেমন আধুনিক ও বিলাসবহুল গাড়িগুলোর সমকক্ষ করে তুলেছে, তেমন একে ধ্রুপদি ধারার গাড়িতে পরিণত করেছে। বিরল ও স্বতন্ত্র ডিজাইনের কারণে যেকোনো গাড়িপ্রেমী ঘোস্ট প্রিজম নিজের সংগ্রহে রাখতে চাইবেন। তবে কোম্পানির প্রতিষ্ঠাকাল হিসেবে মাত্র ১২০টি গাড়ি তৈরি করছে রোলস রয়েস। খবর ও ছবি ˆরালস রয়েস

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন