বিপিসিডিওএ ও ইউএইচসি ফোরামের ওয়ার্কিং গ্রুপ গঠন

ছবি : পিপিআরসি

নবগঠিত নাগরিক প্লাটফর্ম ইউএইচসি ফোরাম গত ৯ মার্চ ঢাকার গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালে এক সভায় অংশ নিয়েছে। এতে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক মালিক সমিতি (বিপিসিডিওএ) এবং জেলা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে ইউএইচসির সার্বজনীন লক্ষ্য অর্জনে কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা হয়। সভায় ইউএইচসি ফোরামের আহ্বায়ক ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘‌বাংলাদেশ প্লুরালিস্টিক স্বাস্থ্যসেবার মাধ্যমে এগিয়ে যাচ্ছে। তবে তিনটি চ্যালেঞ্জ উচ্চ স্বাস্থ্যসেবা খরচ, পরিবর্তনশীল সেবার মান এবং জনগণের দুর্বল স্বাস্থ্য সাক্ষরতা এখনো বিদ্যমান।’

সভায় আরো বক্তব্য রাখেন ডা. মো. আমিনুল হাসান, ডা. আবু জামিল ফয়সেল, অধ্যাপক ডা. মনিরুজ্জামান ভূঁইয়া, ডা. মো. মঈনুল আহসান ও ডা. খন্দকার রাহাত হোসেন। উপস্থিত ছিলেন ফোরামের সদস্য ড. হাসনাত এম আলমগীর, আব্দুল হাকিম মজুমদার, সুস্থ জীবনধারার অ্যাক্টিভিস্ট মোহন রায়হান প্রমুখ।—বিজ্ঞপ্তি 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন