ফায়ার সার্ভিসের ডিজি

নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

ছবি: বণিক বার্তা

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন প্রায় সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নির্বাপণে সময় লাগবে। এ তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

তিনি বলছেন, আগুন সকাল ৯টা ১০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছে। তবে এ আগুন নির্বাপণ করতে আরও সময় লাগবে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

আজ শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে প্রথম ইউনিট পৌঁছে ৫টা ৪৩ মিনিটে। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ৩০টি ইউনিট কাজ করছে। সঙ্গে রয়েছে অন্যান্য বাহিনী।

ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, নিরাপত্তার স্বার্থে আগুন নির্বাপনের তথ্য জানাতে দেরি হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়-ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ৪ এপ্রিল অগ্নিকাণ্ড ঘটে রাজধানীর গুলিস্থানের বঙ্গবাজার মার্কেটে। দেশের অন্যতম বৃহত্তম পোশাক বিপনীর সেই আগুনের আঁচ লাগে আশপাশের মার্কেটেও। ওই ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় কয়েক হাজার দোকান। এর চার দিন পর আগুন লাগে বঙ্গবাজারের পার্শ্ববর্তী বরিশাল প্লাজায়। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন