২ কোম্পানির পর্ষদ সভা আজ

নিজস্ব প্রতিবেদক

খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি বঙ্গজ লিমিটেড ও বস্ত্র খাতের কোম্পানি মিথুন নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আজ। এর মধ্যে বেলা ৩টায় বঙ্গজ লিমিটেডের এবং বিকাল ৪টায় মিথুন নিটিংয়ের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বঙ্গজ লিমিটেডের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ পয়সা। যেখানে এর আগের হিসাব বছরে ইপিএস ছিল ২৩ পয়সা।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি মিথুন নিটিংয়ের পর্ষদ। কারখানার কার্যক্রম বন্ধ থাকায় আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ছিল শূন্য।

লোকসানের কারণে ২০১৯, ২০২০ ও ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ ঘোষণা করেনি মিথুন নিটিং অ্যান্ড ডায়িং। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন