গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধ

বণিক বার্তা অনলাইন

অনিয়মের অভিযোগে ভোটকেন্দ্র স্থগিত ও প্রার্থীদের নির্বাচন বর্জনের পর গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

সিআরপির ৯১ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন বন্ধের সিন্ধান্ত নেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আইন অনুযায়ী যদি নির্বাচন কমিশন মনে করে ভোট সুষ্ঠু হচ্ছে না তাহলে ভোট বন্ধ করে দিকে পারে।’

এর আগে সাংবাদিকদের সিইসি বলেছিলেন, ভোট নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। আমরা স্বচক্ষে গোপন কক্ষে অবৈধভাবে প্রবেশ করে ভোট দিতে দেখেছি। তাই ভোটকেন্দ্র বন্ধ করা হয়েছে।

সকাল থেকে উপনির্বাচনে অনিয়মের অভিযোগ শোনা যাচ্ছিল। সিসি ক্যামেরা ফুটেজে তার প্রমাণ পেয়ে প্রায় অর্ধশত কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে ইসি। এ ছাড়া গাইবান্ধায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ ছাড়া বাকি চার প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শূন্য হওয়ায় এ আসনে আজ ভোট অনুষ্ঠিত হচ্ছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন