পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ঘোষিত ১ শতাংশ স্টক লভ্যাংশ বিতরণে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সে অনুসারে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ নির্ধারণসংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করেছে চলতি বছরের ১১ সেপ্টেম্বর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গিয়েছে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ স্টকের বাইরে ১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছিল কোম্পানিটির পর্ষদ। যা এরই মধ্যে বিতরণ সম্পন্ন করা হয়েছে। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় গত ২১ জুলাই বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এজিএম শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়েছে।