সাপ্তাহিক দর কমার শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপনী দরের ভিত্তিতে সাপ্তাহিক দর কমার শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রথমে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানির শেয়ারদর কমেছে দশমিক ২২ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৪২ কোটি ৫৮ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল কোটি ৫১ লাখ ৬৩ হাজার ২০০ টাকা।

দর কমার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। গত সপ্তাহে দশমিক শূন্য শতাংশ দর কমেছে কোম্পানিটির। সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১৪ লাখ ৯৮ হাজার টাকা লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল লাখ ৯৭ হাজার ৮০০ টাকা।

দর কমার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির দশমিক ৯৫ শতাংশ দর কমেছে। সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির কোটি ৪৮ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল কোটি ৪৯ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা।

গত সপ্তাহে দশমিক ৪৫ শতাংশ শেয়ারদর কমে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ২৩ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল লাখ ৭৩ লাখ ৬০০ টাকা।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড। কোম্পানিটির দর কমেছে দশমিক শূন্য শতাংশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোটি ৫৯ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল কোটি ৩১ লাখ ৮৫ হাজার ৪০০ টাকা।

তালিকায় পরের অবস্থানে রয়েছে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারদর কমেছে দশমিক ৫৫ শতাংশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির মোট ১৯ কোটি ৩৯ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো যথাক্রমে- সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইম ইন্স্যুরেন্স, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার সুহূদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন