চার কার্যদিবস পর সূচকে উত্থান

নিজস্ব প্রতিবেদক

গত সপ্তাহের চার কার্যদিবস টানা দরপতন হয়েছে পুঁজিবাজারে। সেই সঙ্গে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে যাওয়ার প্রভাবে দৈনিক লেনদেনের পরিমাণ কমে ৫০০ কোটি টাকার নিচে নেমে যায়। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার আগের সপ্তাহের নিম্নমুখিতা কাটিয়ে ইতিবাচক প্রবণতায় ফিরেছে পুঁজিবাজার। এদিন সূচকের পাশাপাশি দৈনিক লেনদেনের পরিমাণও বেড়েছে।

গতকাল লেনদেনের শুরুর পর মিনিট পর্যন্ত ঊর্ধ্বমুখী ছিল  ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স। শেয়ার বিক্রির চাপে পরবর্তী ঘণ্টায় পয়েন্ট হারিয়ে আগের দিনের তুলনায় পয়েন্ট নিচে নেমে যায় সূচকটি। অবশ্য এর পর থেকে ক্রয় চাপ বাড়ার কারণে পয়েন্ট যোগ হতে থাকে সূচকে। শেষ পর্যন্ত দিনশেষে ২১ পয়েন্ট বেড়ে হাজার ৬৬২ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। আগের কার্যদিবসে যা ছিল হাজার ৬৪১ পয়েন্টে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সিটি ব্যাংক, সোনালী পেপার, রেনাটা লিমিটেড ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের।

 ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল পয়েন্ট বেড়ে হাজার ৪৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে পয়েন্ট বেড়ে হাজার ৪৬০ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে গতকাল ৬৪৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ৫১৬ কোটি টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন