আজ থেকে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হবে বঙ্গজের শেয়ার

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য আনুষঙ্গিক খাতের কোম্পানি বঙ্গজ লিমিটেডের পর্ষদ সর্বশেষ সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে উদ্যোক্তা-পরিচালক বাদে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) অন্য বিনিয়োগকারীদের জন্য শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কারণে কোম্পানিটির শেয়ার ক্যাটাগরি থেকে অবনমন হয়ে আজ থেকে বি ক্যাটাগরিতে লেনদেন হবে।

সর্বশেষ সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ৬০ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা পয়সা।

এদিকে চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে শেয়ারপ্রতি লোকসান ছিল ১২ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা পয়সা। সর্বশেষ নিরীক্ষিত ইপিএস বাজারদরের ভিত্তিতে পিই রেশিও ২০১ দশমিক ৮৩, হালনাগাদ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে যা ৫০৪ দশমিক ৫৮।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন