মূলধন বাড়াবে আলিফ ইন্ডাস্ট্রিজ

নিজস্ব প্রতিবেদক

মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল তথ্য জানিয়েছে কোম্পানিটি।

তথ্যমতে, কোম্পানির মূলধন ২০০ কোটি টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজের পর্ষদ। এজন্য নতুন শেয়ার ইস্যু করবে তারা। সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে শেয়ারের মূল্য নির্ধারণ করা হবে। তার আগে নিয়ন্ত্রক সংস্থা শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হবে কোম্পানিটির। এজন্য আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ২৮তম এজিএম শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হবে।

৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে টাকা ৪৫ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৬৬ পয়সা। আগের হিসাব বছর শেষে যা ছিল ২০ টাকা ২১ পয়সা।

এদিকে ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ২০২০ হিসাব বছরের জন্য শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে আলিফ ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ।

ডিএসইতে গতকাল শেয়ারটির সর্বশেষ সমাপনী দর ছিল ৪৬ টাকা ২০ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন