স্ত্রীকে শেয়ার উপহার দেবেন জেনেক্স ইনফোসিসের পরিচালক

নিজস্ব প্রতিবেদক

স্ত্রীকে শেয়ার উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেডের অন্যতম পরিচালক চৌধুরী ফজলে ইমাম। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

তথ্যমতে, চৌধুরী ফজলে ইমামের কাছে বর্তমানে কোম্পানিটির মোট কোটি ৪৭ লাখ ৮৫ হাজার ৮৩৫টি শেয়ার রয়েছে। এর মধ্যে ২৫ লাখ শেয়ার তিনি স্ত্রী নিলুফার ইমামকে (সাধারণ শেয়ারহোল্ডার) উপহার হিসেবে হস্তান্তর করবেন। ডিএসইর অনুমোদন পাওয়ার পরের ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার হস্তান্তর করবেন তিনি।

২০১৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া জেনেক্স ইনফোসিসের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১০৩ কোটি ২২ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬১ কোটি লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৩২ লাখ ২৪ হাজার। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩৪ দশমিক ৯৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯ দশমিক ৩২ শতাংশ, দশমিক শূন্য শতাংশ বিদেশী বাকি ৪৫ দশমিক ৬৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের সর্বশেষ সমাপনী দর ছিল ১৬৩ টাকা ৭০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৫৪ টাকা ৭০ পয়সা ১৮৫ টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন