সংক্ষিপ্ত সিলেবাসে হবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

করোনা পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত সিলেবাসেই হবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা।

দুপুরে (সোমবার) মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। 

প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতির উন্নতি হলে আগামী নভেম্বর বা ডিসেম্বরে শিক্ষার্থীদের উপস্থিতিতেই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেয়া হবে। প্রথম থেকে চতুর্থ শ্রেণির ক্লাস সপ্তাহে একদিন এবং পঞ্চম শ্রেণীর ক্লাস সপ্তাহে ছয়দিন নেয়া হবে। সংক্ষিপ্ত সিলেবাস শেষ করে পরীক্ষা নেয়া হবে নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে। এছাড়া পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার বিষয় সংখ্যাও কমানো হতে পারে। 

এরআগে গত শুক্রবার দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, ১২ সেপ্টেম্বর থেকে সারা দেশে সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় খুলে দেয়া হবে। 



এই বিভাগের আরও খবর

আরও পড়ুন