৭ হাজার পয়েন্ট ছাড়িয়েছে ডিএসইএক্স

নিজস্ব প্রতিবেদক

বড় উত্থানের মাধ্যমে ডিএসই সার্বিক সূচক ডিএসইএক্স গতকাল হাজার পয়েন্টের মাইলফলক স্পর্শ করেছে গতকাল ডিএসইর সূচকের সঙ্গে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট দর বেড়েছে একই সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে

গতকাল লেনদেন শুরুর পর থেকে সূচক ঊর্ধ্বমুখী ছিল এর কিছু সময় পর সূচকের কিছুটা নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যায় এরপর আবার উত্থান পতনের মাধ্যমে দিনশেষে উত্থান অবস্থায় লেনদেন শেষ হয় গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭১ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে হাজার ৫২ দশমিক ৮২ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগের কার্যদিবসে ছিল হাজার ৯৮১ দশমিক শূন্য পয়েন্টে গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বেক্সিমকো লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, গ্রামীণফোন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমেটড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন রেনাটা লিমিটেডের

এদিকে ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিনশেষে ১৯ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে হাজার ৫২৮ দশমিক ৬৫ পয়েন্টে অবস্থান করছে, যা আগের দিন ছিল হাজার ৫০৮ দশমিক ৬৬ পয়েন্টে ব্লু-চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৩৭ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে গতকাল হাজার ৫৩৩ দশমিক ৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবস শেষে যা ছিল হাজার ৪৯৬ দশমিক ৮৪ পয়েন্টে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন