ডিএসই ট্রেক হস্তান্তর অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান

অর্থের সুরক্ষা না থাকলে কেউ বিনিয়োগ করতে আসবে না

নিজস্ব প্রতিবেদক

মানুষ তাদের কষ্টার্জিত সঞ্চয় পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ব্রোকারেজ হাউজের কাছে দিয়ে যায় তাদের অর্থের সুরক্ষা নিশ্চিত করতে না পারলে এখানে কেউ বিনিয়োগ করতে আসবে না বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম তিনি গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন ট্রেকহোল্ডার সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন

ট্রেকহোল্ডারদের উদ্দেশে বিএসইসি চেয়ারম্যান বলেন, মানুষের অনেক কষ্টের সঞ্চয় রয়েছে যেটা আপনাদের কাছে দিয়ে যায় সেটাকে রক্ষা করা এবং তার বিনিময়ে যে তাদের রিটার্ন পাওয়ার অধিকার আছে কিন্তু অনেক সময় দেখা যায় অনেকে রিটার্ন তো পায় না, বরং প্রিন্সিপালটাও ফেরত পায় না ঘটনা কোথাও ঘটলে সে মার্কেটে আর কেউ আসবে না আর তারা না এলে মার্কেট আস্তে আস্তে ছোট হয়ে যাবে, মরে যাবে তাই আমাদের বিষয়ে অনেক কঠোর থাকতে হচ্ছে আমরা যাতে বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে পারি আপনাদের কাছে অনুরোধ (ব্রোকারেজ হাউজ ট্রেকহোল্ডার), আপনাকে জেনে-বুঝে, বিশ্বাস করে, আপনার কাছে যারা তাদের অনেক কষ্টের সম্পদ সঞ্চয় দিয়ে যাচ্ছে, তাদের সম্মান করবেন, তাদের সম্পদ রক্ষা করবেন

বিএসইসির চেয়ারম্যান বলেন, সম্প্রসারণ বিভিন্ন রকমের সহযোগিতা করে উৎপাদনশীল খাতগুলোর কার্যক্রমে সহযোগিতা করছি তাদের ব্যবসা-বাণিজ্যকে দেশ থেকে দেশান্তরে এবং দেশের ভেতরে ব্যবসা সম্প্রসারণে সহযোগিতা করছি, যা সবই উৎপাদশীল খাতে যাচ্ছে তাহলে এখানে অনুৎপাদনশীল কথাটা কেন আসছে? আমাদের যেটুকু সময় আছে, বিবেকের কাছে জবাবদিহিতার সঙ্গে কাজ করে যাব কেউ যদি বাধা দেয়ায় চেষ্টা করে বা সমালোচনা করে বা না বুঝে কিছু বলে সেদিকে কর্ণপাত করে আমরা সময় নষ্ট করব না আমরা আমাদের কাজ করে যাব সমালোচকরা তাদের কাজ করে যাবে, এটাই স্বাভাবিক

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, আজকে আমাদের পরিবারে নতুন ৫২ জন ট্রেকহোল্ডার অন্তর্ভুক্ত হচ্ছে এটা আমাদের পুঁজিবাজারকে আরো অনেক শক্তিশালী করবে পুঁজিবাজারে যেসব সদস্য অনেকদিন পরে এলেন, একটা পরিবারের জন্য এটা আনন্দের সংবাদ পরিবারে যারা বয়োজ্যেষ্ঠ বা পুরনো সদস্য রয়েছেন, তারা নতুনদের সুন্দরভাবে দিকনির্দেশনা দেবেন, সাহায্য করবেন আর যারা নতুন এলেন তারা শিখবেন, জানবেন, বুঝবেন সবার সহযোগিতার মাধ্যমে নতুনরাও যেন মার্কেটে ভালো করতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে তিনি বলেন, আজকে আমরা খুবই আনন্দিত আমরা পুঁজিবাজার নিয়ে কাজ করছি আমরা পুঁজিবাজারকে একটা উচ্চতায় নিয়ে যেতে চেষ্টা করছি যে উচ্চতা বাংলাদেশের পুঁজিবাজার ডিজার্ভ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনীতি একটি অনন্য উচ্চতায় যাওয়ার পথে রয়েছে এখানে সবার স্বল্প বা বৃহৎ অবদান রয়েছে তাই আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে

সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসই চেয়ারম্যান ইউনুসুর রহমান সময় ডিএসইর পরিচালক মো. রকিবুর রহমান, শাহজাহান খান, সালমা নাসরিন, ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া ডিবিএর সভাপতি শরিফ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন এছাড়া অনুষ্ঠানে ডিএসইর বিভিন্ন ট্রেকহোল্ডারসহ নতুর সদস্য হওয়া ট্রেকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন