একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ২১৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

ছবি : মারুফ রহমান

ঊর্ধ্বগতি করোনা সংক্রমণের মধ্যেই গত ২৪ ঘণ্টায় চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর আগে গত ২ আগস্ট সর্বোচ্চ ২৪৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল।

অধিদফতর জানিয়েছে, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ১ হাজার ৭২জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ১ হাজার ২৫ জন, বাকি ৪৭ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। 

এ নিয়ে চলতি মাসের ৮ দিনেই ১ হাজার ২৪৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তাদের ৯৯ শতাংশই ঢাকায়। চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ৩ হাজার ৪৪৬ জন রোগী ভর্তি হয়েছেন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৩৭০ জন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন