বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠিয়েছে ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে ইসলামী ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস ছিল টাকা ৯৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল টাকা ৩০ পয়সা।আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে ব্যাংকটির সমন্বিত পরিচালন আয় হয়েছে হাজার ৬১১ কোটি ৯৭ লাখ ১৮ হাজার ৩২ টাকা, যা আগের বছর একই সময় ছিল হাজার ৬৩৫ কোটি ৩৬ লাখ ৮৯ হাজার ৯৯ টাকা। সে হিসাবে চলতি হিসাব বছরে অর্ধবার্ষিকে ব্যাংকটির পরিচালন আয় আগের বছরের তুলনায় কমেছে ২৩ কোটি ৩৯ লাখ ৭১ হাজার ৬৭ টাকা বা দশমিক ৬৪ শতাংশ। এদিকে আলোচ্য সময়ে ব্যাংকটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৩৪ কোটি ৬৪ লাখ ২৪ হাজার ৫৬৪ টাকা, যা আগের বছর একই সময় ছিল ৩১২ কোটি ৩৪ লাখ ৬৮ হাজার ৫৮৫ টাকা। সে হিসাবে আলোচ্য সময়ে ব্যাংকটির মুনাফা বেড়েছে ২২ কোটি ২৯ লাখ ৫৫ হাজার ৯৭৯ টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন