সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

বণিক বার্তা অনলাইন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ। 

সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে (ইপিএস) ২ টাকা ৯ পয়সা। যা আগের বছরের একই সময়ে হয়েছিল ১ টাকা ৮৮ পয়সা (রিস্টটেড)।

৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৬২ পয়সা।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ সেপ্টেম্বর সকাল ১১ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ জুলাই।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন