সোনালী লাইফের আইপিও আবেদন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের আইপিওতে আবেদন গ্রহণ আজ শুরু হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন আগামী জুন পর্যন্ত চলবে।

বিএসইসির ৭৫২তম কমিশন সভায় আইপিওর অনুমোদন পায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স। শেয়ারবাজারে কোটি ৯০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৯ কোটি টাকা উত্তোলন করবে তারা। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি সরকারি ট্রেজারি বন্ড, ফিক্সড ডিপোজিট, শেয়ারবাজারে বিনিয়োগ আইপিও প্রক্রিয়ার ব্যয় নির্বাহ করবে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, হিসাব বছর শেষে কোম্পানিটির সম্পদ পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৪৭ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন