দ্বিতীয় প্রান্তিকে ডরিন পাওয়ারের আয় বেড়েছে ৫১%

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের আয় চলতি ২০২০-২১ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) আগের বছরের একই বছরের তুলনায় ৫১ শতাংশ বেড়েছে। আর প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) এর আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির আয় বেড়েছে ১৩ শতাংশ। আয় বাড়ার পাশপাশি এ সময়ে কোম্পানিটির মুনাফাও বেড়েছে।

কোম্পানিটির কর্মকর্তারা বলছেন, সাবসিডিয়ারি কোম্পানির আয় বাড়ার কারণে ডরিন পাওয়ারের আয়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে। তাছাড়া ঋণের পরিমাণ কমে আসার পাশাপাশি সুদের হার কমে যাওয়ার কারণে উল্লেখযোগ্য মুনাফা প্রবৃদ্ধি হয়েছে।

কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে ডরিন পাওয়ারের আয় হয়েছে ১৪৫ কোটি টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে কোম্পানিটির আয় হয়েছিল ৯৬ কোটি টাকা। এ সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ৪৯ কোটি টাকা। আর চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির আয় দাঁড়িয়েছে ৩২৭ কোটি টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে আয় হয়েছিল ২৯০  কোটি টাকা। এ সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ৩৭ কোটি টাকা।

চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে ডরিন পাওয়ারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩০ পয়সা। যা এর আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৫ পয়সা। আর প্রথমার্ধে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৪ টাকা ৩১ পয়সা, যা এর আগের বছরের একই সময়ে ছিল ৩ টাকা ১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৬২ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন