টিকাদান শুরু হচ্ছে ২৭ জানুয়ারি, প্রথম পাবেন একজন নার্স

বণিক বার্তা অনলাইন

ভারতের উপহারের টিকা এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছে। আগামী ২৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত এ টিকা প্রথম একজন নার্সকে প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান।

আজ শনিবার রাজধানীর শ্যামলীতে কিডনি হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।

তিনি জানান, এর পরদিন অর্থাৎ ২৮ জানুয়ারি ঢাকার পাঁচটি হাসপাতালে কয়েকশ জনকে এই টিকা প্রয়োগ করা হবে। এরপর টিকার পার্শ্বপ্রতিক্রিয়া পর্যবেক্ষণের জন্য কয়েকদিন তাদের পর্যবেক্ষণে রাখা হবে। পরে ৮ ফেব্রুয়ারি সারাদেশে টিকাদান শুরু হবে বলে জানান তিনি।

আবদুল মান্নান বলেন, প্রথম টিকা দেয়া হবে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। এখানে একজন নার্সকে টিকা প্রয়োগের পর স্বাস্থ্যকর্মী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, চিকিৎসক এবং সাংবাদিকসহ করোনাভাইরাসের সময় কাজ করা সম্মুখযোদ্ধা বিভিন্ন পেশার আরো ২৪ জনকে টিকা প্রয়োগ করা হবে। 

ঢাকায় ২৮ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা দেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন