ন্যাশনাল ব্যাংকের খোয়া যাওয়া অর্থের ৬০ লাখ টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কোতোয়ালি এলাকা থেকে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের খোয়া যাওয়া ৮০ লাখ টাকার মধ্যে ৬০ লাখ টাকা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) বাকি ২০ লাখ টাকা ছিনতাইকারীরা এরই মধ্যে খরচ করে ফেলেছে।  গতকাল এক সংবাদ সম্মেলনে তথ্য জানান ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম।

তিনি বলেন, ন্যাশনাল ব্যাংকের দায়ের করা মামলাটি কোতোয়ালি থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশের কয়েকটি দল ছায়া তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গত সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. হান্নান ওরফে ব্রিফকেস হান্নান ওরফে রবিন ওরফে রফিকুল ইসলাম, তার সহযোগী মো. মোস্তফা, মো. বাবুল মিয়া মোছা. পারভীন। সময় তাদের হেফাজত থেকে ৬০ লাখ টাকা দুটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

বাকি ২০ লাখ টাকা সম্পর্কে তিনি বলেন, তারা বিভিন্নভাবে তা খরচ করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আর চক্রের মূলহোতা হান্নানের বিরুদ্ধে ৩০টিরও বেশি মামলা রয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত ১০ মে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের একজন কর্মকর্তাসহ চারজন পুরান ঢাকার বিভিন্ন শাখা থেকে টাকা উত্তোলন করে গাড়িতে করে মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের দিকে রওনা হন। এর মধ্যে ৮০ লাখ টাকার চারটি বস্তা গাড়ি থেকে খোয়া যায়। পরের দিন পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ওই গাড়ির দায়িত্বে থাকা ন্যাশনাল ব্যাংকের একজন নির্বাহী কর্মকর্তা, গাড়িচালক দুজন নিরাপত্তাকর্মীকে আটক করে। মামলার আসামি না হলেও সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন