ডেনমার্কের কোম্পানির সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করবে এসিআই

নিজস্ব প্রতিবেদক

ডেনমার্কের জুস উৎপাদনকারী কোম্পানি সিও-আরও এ/এস-এর সঙ্গে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি গঠনের সিদ্ধান্ত নিয়েছে এসিআই লিমিটেডের পর্ষদ। এজন্য আগামী ২ বছরে ৪৯ কোটি ৯০ লাখ টাকা বিনিয়োগ করবে এসিআই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, জয়েন্ট ভেঞ্চার কোম্পানিটির নাম হবে এসিআই সিও-আরও বাংলাদেশ লিমিটেড। এ কোম্পানিতে এসিআইয়ের ৪৯ দশমিক ৯০ শতাংশ মালিকানা থাকবে। বিশ্বের ৮০টি দেশে ড্যানিশ কোম্পানিটির ব্যবসা রয়েছে। এশিয়ার বেশ কয়েকটি দেশের বাজারে শীর্ষ স্থানে রয়েছে কোম্পানিটি।

১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেডের অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪৯ কোটি ৮৮ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪৫ দশমিক ৯৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৯ দশমিক ৭৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ২৪ দশমিক ২৫ শতাংশ শেয়ার রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন