সচেতন না হলে ইলিশ উৎপাদন বাড়ানো যাবে না -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রকাশ: অক্টোবর ০৬, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, শরীয়তপুর

মৎস্য প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘ইলিশের দাম বেশি হওয়ায় সাধারণ মানুষ খেতে পারে না, এটা অন্যায়। মা-ইলিশ সংরক্ষণ অভিযানের সময় ভোক্তাদের ইলিশ খাওয়া বন্ধ রাখতে হবে। তাহলে উৎপাদন বাড়বে। প্রজনন মৌসুমে সবার বিষয়ে সচেতনতা না থাকলে উৎপাদন বাড়ানো যাবে না।

গতকাল বেলা সাড়ে ১১টায় ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে শরীয়তপুরে নড়িয়ায় সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি নড়িয়া ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদীতে স্পিড বোটে ১৩ কিলোমিটার মৎস্য অভয়ারণ্য পরিদর্শন করেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫