নিসচার প্রতিবেদন

সিলেট বিভাগে সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ২০

প্রকাশ: অক্টোবর ০৬, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, সিলেট

সিলেট বিভাগে সেপ্টেম্বরে ২৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ২০ জন নিহত ২৪ জন আহত হয়েছেন। এর আগে আগস্টে ১৯টি সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছিলেন। আহত ৪৪ জন। গতকাল নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির এক প্রতিবেদনে তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে নয়জনই মোটরসাইকেল চালক আরোহী। এর মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে সিলেট জেলায়। আর সবচেয়ে কম হয়েছে সুনামগঞ্জে। সেপ্টেম্বরে সিলেট জেলায় ১০টি সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ১৩ জন আহত হয়েছেন। সুনামগঞ্জে তিনটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত দুজন আহত হয়েছেন। এছাড়া মৌলভীবাজারে চারটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত চারজন আহত হয়েছেন। হবিগঞ্জে সাতটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত পাঁচজন আহত হয়েছেন।

পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পোর্টালের তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫