পঞ্চগড়ে ধরা পড়ল ১২ ফুট লম্বা অজগর

প্রকাশ: অক্টোবর ০৬, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপ ধরা পড়েছে। গতকাল দুপুরে উপজেলার দেবনগর ইউনিয়নের নন্দগছ গ্রামের সাদেকুল ইসলামের বাঁশবাগান থেকে বন বিভাগ এবং এলাকাবাসীর সহযোগিতায় উপজেলা প্রশাসন সাপটি উদ্ধার করে। বনকর্মীদের ধারণা, সাপটি সীমান্তঘেঁষা নদী দিয়ে নন্দগছ গ্রামে এসেছে। এটিকে দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি জানান, এর আগেও তেঁতুলিয়া থেকে কয়েকটি সাপ উদ্ধার করা হয়েছিল। তবে আজকের সাপটি বেশ বড়। এর আগে সাত-আট ফুট লম্বা সাপ ধরা পড়েছিল। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫