মিরসরাইয়ে ঝরনার কূপে পড়ে দুই পর্যটকের মৃত্যু

প্রকাশ: অক্টোবর ০৫, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি I মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে ঝরনার কূপে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল বেলা পৌনে ২টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ এলাকার রূপসী ঝরনার কূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে ২৭ সেপ্টেম্বর খৈয়াছড়া ঝরনায় মাথায় পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়।

নিহত পর্যটকরা হলেন নারায়ণগঞ্জের আতিকুর রহমানের ছেলে ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহমান আদনান (২১) এবং মো. মুরাদের ছেলে ও নারায়ণগঞ্জ সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মাহবুর রহমান মোত্তাকিন (২১)।

মিরসরাই থানার পরিদর্শক মো. আবদুল কাদের জানান, ঝরনার প্রায় ১৬০ ফুট ওপর থেকে পা পিছলে তিন পর্যটক পড়ে যান। সাঁতার জানা থাকায় আতিকুর রহমান নামে এক পর্যটক বেঁচে ফিরলেও অন্য দুজন মারা যায়। মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫