ওপেকভুক্ত দেশগুলোয় জ্বালানি তেল উত্তোলন কমেছে

ভূরাজনৈতিক উত্তেজনায় মূল্যবৃদ্ধি অব্যাহত

প্রকাশ: অক্টোবর ০৫, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

ওপেকভুক্ত দেশগুলোয় গত মাসে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমেছে। বৃহস্পতিবার প্রকাশিত রয়টার্সের এক জরিপে দেখা গেছে, ওপেকভুক্ত (পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা) দেশগুলো সেপ্টেম্বরে দৈনিক গড়ে মোট ২ কোটি ৬১ লাখ ৪০ হাজার ব্যারেল জ্বালানি তেল উত্তোলন করেছে, যা আগস্টের তুলনায় দৈনিক গড়ে ৩ লাখ ৯০ হাজার ব্যারেল কম।

এ সময় লিবিয়া থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ার ঘটনা দেশগুলোর জ্বালানি তেল উত্তোলন কমার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এছাড়া গত মাসে ইরাক ওপেক প্লাসের বেঁধে দেয়া কোটা পূরণে জ্বালানি তেল উত্তোলন আগের তুলনায় কিছুটা কমিয়েছে। 

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্বের জেরে লিবিয়া থেকে রফতানি কমে গিয়েছিল। যদিও পরবর্তী সময়ে তা মীমাংসা হওয়ায় দেশটির ন্যাশনাল অয়েল কোম্পানি জ্বালানি তেল ক্ষেত্রগুলোয় ফোর্স ম্যাজিউর তুলে নেয়। লিবিয়া সরকারের বৃহস্পতিবারের ঘোষণা অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্ব নিয়ে বিরোধ সমাধানের পর সব জ্বালানি তেলক্ষেত্র ও রফতানি টার্মিনাল পুনরায় খুলছে। 

‘‌ফোর্স ম্যাজিউর’ হলো এমন ‘‌অপ্রত্যাশিত পরিস্থিতি’ যখন কোনো কারণে জ্বালানি তেল ক্ষেত্রগুলোয় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। 

রয়টার্স জানায়, লিবিয়া গত মাসে দৈনিক গড়ে তিন লাখ ব্যারেল কম জ্বালানি তেল উত্তোলন করেছে। 

এদিকে ইরাক ওপেক প্লাসের নির্ধারিত নীতি মেনে চলার চেষ্টা করলেও এখনো বেঁধে দেয়া কোটার বেশি জ্বালানি তেল উত্তোলন করছে। দেশটি কোটার ওপরে দৈনিক গড়ে ৯০ হাজার ব্যারেল বেশি জ্বালানি তেল উত্তোলন করছে বলে জানিয়েছে রয়টার্স। 

ট্যাঙ্কার ট্র্যাকিং ফার্মগুলোর মতে, রফতানি কমে যাওয়ায় নাইজেরিয়া গত মাসে দৈনিক গড়ে ৪০ হাজার ব্যারেল কম জ্বালানি তেল উত্তোলন করেছে। 

এদিকে মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকা সত্ত্বেও ইরান গত কয়েক বছরে জ্বালানি তেল রফতানি বাড়িয়েছে। এমনকি ২০১৮ সালের পর থেকে সর্বোচ্চ জ্বালানি তেল উত্তোলন করেছে দেশটি। রয়টার্সের সমীক্ষা থেকে আরো জানা যায়, ওপেকভুক্ত দেশগুলো গত মাসে তাদের নির্দিষ্ট লক্ষ্যমাত্রার তুলনায় দৈনিক গড়ে প্রায় ১ লাখ ৩০ হাজার ব্যারেল বেশি জ্বালানি তেল উত্তোলন করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি উত্তোলন বাড়িয়েছে ইরাক। 

এর আগে ওপেক প্লাসভুক্ত ও এর বহির্ভূত দেশগুলো থেকে বাড়তি সরবরাহ ও চাহিদা নিয়ে উদ্বেগে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছিল। তবে লিবিয়া থেকে উত্তোলন ও রফতানি হ্রাস এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনায় সম্প্রতি আবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার কারণে পণ্যটির সরবরাহের ওপর নজর রাখছেন। 

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল আগের দিনের তুলনায় ৫৫ সেন্ট বা দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৭৮ ডলার ১৭ সেন্টে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম গতকাল আগের দিনের তুলনায় ৫০ সেন্ট বা দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭৪ ডলার ২১ সেন্টে। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫