ফরহাদ মজহার হাসপাতালে ভর্তি

প্রকাশ: অক্টোবর ০৫, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। গতকাল বেলা ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

জানা গেছে, কিছুদিন ধরেই ফরহাদ মজহার শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে গতকাল সকালে হাসপাতালে ভর্তি করা হয়। ফরহাদ মজহার হাসপাতালের মেডিসিন বিভাগে ডা. শফিকুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

ফরহাদ মজহারের জন্ম ১৯৪৭ সালে নোয়াখালীতে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসিতে পড়াশোনার পর যুক্তরাষ্ট্রে গিয়ে অর্থনীতিতে ডিগ্রি নেন তিনি। দেশে ফিরে তিনি উবিনীগ নামে একটি এনজিও গড়ে নয়াকৃষি আন্দোলন শুরু করেন। জাসদের প্রতিষ্ঠাতা তাত্ত্বিক সিরাজুল আলম খান দাদাভাইয়ের মামাতো ভাই ফরহাদ মজহার ‘চিন্তা’ নামে একটি পত্রিকারও সম্পাদক।



সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫