পুনরায় শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের নির্মাণকাজ

প্রকাশ: অক্টোবর ০৫, ২০২৪

দুবাইয়ের বুর্জ খলিফাকে ছাড়িয়ে সবচেয়ে উঁচু ভবনের তকমা বাগিয়ে নিতে ২০১৩ সালে সৌদি আরবের জেদ্দায় নির্মাণ শুরু হয়েছিল কিংডম টাওয়ারের। এক হাজার মিটার উঁচু টাওয়ারটি আগের ভবনটির চেয়েও ৫০০ ফুট বেশি উঁচু। ২০২০ সালের মধ্যে কাজ হওয়ার থাকলেও ২০১৭ সালে নানা জটিলতায় তা থেমে যায়।

সম্প্রতি সৌদি আরবের নির্মাণ সংস্থা কিংডম হোল্ডিংস আবারো ভবনটির নির্মাণকাজ শুরু করেছে, যা ২০২৮ সালের মধ্যে সম্পন্ন হবে। ভবনটির নাম পরিবর্তন করে জেদ্দা টাওয়ার করা হয়েছে।

কিংডম হোল্ডিংস জানিয়েছে, তাদের সহযোগী প্রতিষ্ঠান জেদ্দা ইকোনমিক কোম্পানি সৌদি বিনলাদিন গ্রুপের সঙ্গে এ টাওয়ারের নির্মাণকাজ সম্পূর্ণ করতে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ২০২৮ সালের দ্বিতীয় প্রান্তিক নাগাদ নির্মাণকাজ শেষ হবে।

জেদ্দা টাওয়ার নির্মাণে মোট ১৯০ কোটি ডলার ব্যয় হবে। এরই মধ্যে ৩০ কোটি ডলার ব্যয়ে ১৫৭ তলা টাওয়ারটির ৬৩ তলা নির্মাণ করা হয়েছে।

ভবনটি জেদ্দা ইকোনমিক সিটি বিনির্মাণের প্রথম ধাপের পর্যায়ের অংশ হবে। এর মোট পরিধি ৫৩ লাখ বর্গমিটার, যার মধ্যে ১৩ লাখ বর্গমিটারের অবকাঠামো নির্মাণ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এতে বিদ্যুৎ, পানি, পয়োনিষ্কাশন, বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা ও উচ্চগতির ইন্টারনেট সংযোগসহ প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা থাকবে।

টাওয়ারের সম্পূর্ণ নকশা এখনো প্রকাশ করা হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, টাওয়ারটি সম্পূর্ণ হলে সেখানে ফোর সিজনস হোটেল, অফিস ও বিলাসবহুল আবাসন থাকবে। এর নকশা করেছেন মার্কিন স্থপতি এড্রিয়ান স্মিথ, যিনি দুবাইয়ের বুর্জ খলিফারও স্থপতি।

সৌদি ধনকুবের প্রিন্স আলওয়ালিদ বিন তালাল সামাজিক মাধ্যমে এ প্রকল্প পুনরায় শুরুর ঘোষণা দিয়ে বলেন, ‘আমরা ফিরে এসেছি।’ এ সময় হাতে আঁকা সম্পূর্ণ টাওয়ারের একটি চিত্রও শেয়ার করেছেন তিনি। খবর অ্যারাবিয়ান বিজনেস


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫