কুমিল্লায় কুকুরের কামড়ে শিশুসহ হাসপাতালে ১৫ জন

প্রকাশ: অক্টোবর ০৪, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার বরুড়া উপজেলায় কুকুরের কামড়ে একদিনে শিশু, নারী বৃদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতরা সবাই বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই শিশু বলে বণিকবার্তাকে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুহিবুর আলম খান।

শুক্রবার  (৪অক্টোবর) দুপুরে উপজেলার ঝলম, আড্ডা শাকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘটনা ঘটে। পরে ওই এলাকায় আর দেখা যায়নি কুকুরটিকে। আহতরা হলেন— শাকপুর ইউনিয়নের আব্দুর রশিদ (৭৫), রিসান (১০), আড্ডা ইউনিয়নের ফাতেমা (২৩), জুনায়েদ (৫০), ঝলম ইউনিয়নের মোহনা (১০), জাহেদ হোসেন (১১), হোসনেয়ারা বেগম (৩০), আবু ইউসুফ (), জাকারিয়া (১২), সাব্বির (১১), জান্নাত (১৪) প্রমুখ।

স্থানীয়রা জানান, শুক্রবার  দুপুরে একটি কালো রঙের কুকুর যাকে সামনে পেয়েছে তাকেই কামড়ে দিয়েছে। সকাল থেকেই ওই কুকুর বেশ কয়েকজনকে কামড়ে আঁচড় দিয়ে আহত করে। কুকুরের কামড়ে শাকপুর ঝলম ইউনিয়নের মানুষ বেশি আক্রান্ত হয়েছে। এর মধ্যে বেশিরভাগ ছিল  শিশু। কুকুর কারো কারো শরীর থেকে মাংস পর্যন্ত তুলে নিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুহিবুর আলম খান বলেন, এখন পর্যন্ত মোট ১৫ জন কুকুরের কামড়ে আহত রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছে। উন্নত চিকিৎসার জন্য জনকে কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আহতদের জলাতঙ্কের টিকা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫