রাবির আইআর বিভাগের অধ্যাপক আল মামুনকে অব্যাহতি

প্রকাশ: অক্টোবর ০৪, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, রাবি

শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনকে সব কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে অব্যাহতি দেয়া হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ইফতেখার আলম মাসুদকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শেখ সা’দ আহমেদ বণিক বার্তাকে বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা না দেয়া পর্যন্ত বিভাগের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে ড. মামুনকে অব্যাহতি দেয়া হয়েছে।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫