আন্তর্জাতিক বাজারে কিছুটা কমেছে স্বর্ণের দাম

প্রকাশ: অক্টোবর ০৪, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

আন্তর্জাতিক বাজারে গতকাল স্বর্ণের দাম কিছুটা কমেছে। ব্যবসায়িক কার্যক্রম সীমিত হয়ে আসায় ধাতুটির দাম কমেছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। তারা জানান, স্বর্ণের বাজারের বিনিয়োগকারীরা বর্তমানে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সম্ভাব্য সুদহার হ্রাসের বিষয়ে ধারণা পেতে দেশটির অর্থনৈতিক তথ্যের দিকে নজর রাখছেন। খবর রয়টার্স।

স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ৫ শতাংশ কমেছে। আউন্সপ্রতি মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৬৪৫ ডলার ৩৮ সেন্টে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ২ শতাংশ কমে আউন্সপ্রতি ২ হাজার ৬৬৫ ডলার ৭০ সেন্টে নেমেছে।

সিঙ্গাপুরভিত্তিক ডিলার গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান লান বলেন, ‘‌স্বর্ণের দাম গতকাল কিছুটা কমলেও এখনো এটি ঊর্ধ্বমুখিতা ধরে রেখেছে।’

তিনি আরো বলেন, ‘‌মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও মার্কিন নির্বাচন দীর্ঘমেয়াদে বুলিয়নের দাম সমর্থন করতে থাকবে। তবে স্বল্পমেয়াদে কিছু তহবিল হয়তো স্বর্ণ খাত থেকে অপরিশোধিত জ্বালানি তেলের দিকে যেতে পারে।’

স্পট মার্কেটে গতকাল রুপার দামও কমেছে। আগের দিনের তুলনায় দশমিক ৮ শতাংশ কমে আউন্সপ্রতি মূল্য নেমেছে ৩১ ডলার ৬১ সেন্টে। প্লাটিনামের দাম দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ৯৯৭ ডলার ৮০ সেন্টে। 

প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্সের মূল্য ৯৯৯ ডলার ৮৫ সেন্টে নেমেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫