প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত রাশিয়ার শস্য উৎপাদন

প্রকাশ: অক্টোবর ০৪, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

রাশিয়ার কিছু প্রধান শস্য উৎপাদনকারী অঞ্চলে শীতকালীন ফসলের পরিস্থিতি ‘‌স্বাভাবিকের তুলনায় খারাপ’ পরিস্থিতিতে রয়েছে। এতে প্রভাবিত হতে পারে দেশটির শস্য উৎপাদন। বৃষ্টিপাতের অভাবে এ অঞ্চলগুলোয় খারাপ পরিস্থিতি দেখা দিয়েছে বলে গত বুধবার জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। খবর রয়টার্স, হেলেনিক শিপিং নিউজ। 

আবহাওয়া সংস্থাটি রাশিয়ার কেন্দ্রীয়, দক্ষিণ-উত্তর ককেশাস ও ভলগা অঞ্চলের কিছু অংশের কথা উল্লেখ করেছে। এটি জানায়, বেশির ভাগ এলাকায় ‌বৃষ্টিপাতের অভাব অব্যাহত থাকবে। এতে ফসল বেড়ে ওঠার পরিস্থিতি সাধারণের তুলনায় খারাপ হবে।

কৃষিবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান সভেকন কনসালট্যান্সি গত ২৫ সেপ্টেম্বর জানায়, রাশিয়ায় শীতকালীন গমের বীজ বপনের হার ১১ বছরের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। মূল উৎপাদনকারী অঞ্চলগুলোয় খরার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। 

সম্প্রতি এক কৃষি সম্মেলনে আইকেএআর কনসালট্যান্সির প্রধান দিমিত্রি রিলকো বলেন, ‘‌আমরা শীতকালীন শস্য রোপণের বিষয়টি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সব মিলিয়ে পরিস্থিতি অনুকূল বলে মনে হচ্ছে না।’

তিনি জানান, ‘‌ভলভোগ্রাদ ও সারাতোভ রাশিয়ার চতুর্থ ও ষষ্ঠ বৃহত্তম কৃষি উৎপাদন অঞ্চল। এ দুই অঞ্চলের অবস্থা তুলনামূলক বেশি খারাপ।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫