পূজায় অস্থিতিশীলতার শঙ্কা থাকলেও নিরাপত্তা প্রস্তুতি পর্যাপ্ত— বিজিবি মহাপরিচালক

প্রকাশ: অক্টোবর ০৩, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

দুর্গাপূজা ঘিরে অস্থিতিশীলতার শঙ্কা থাকলেও পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি থাকছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিজিবি সদর দফতরে আসন্ন দুর্গাপূজা ও সীমান্তের সর্বশেষ অবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, লালমনিরহাট ও ঠাকুরগাঁও সীমান্তে সনাতন ধর্মাবলম্বীদের ভয়ভীতি দেখিয়ে পাঠানোর চেষ্টা করা হয়েছে। সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ২ হাজার মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। যেগুলো দূরে আছে সেখানে ক্যাম্প স্থাপন করে নিরাপত্তা দেয়া হবে।

আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, গত ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত সীমান্ত দিয়ে পালানোর সময় তৎকালীন সরকারের উচ্চপদস্থ ৪ জনসহ ২২ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। বিজিবি সদস্যদের সঙ্গে দালালের যোগসাজশ করার সাহস নেই। কেউ করলে কঠোর সাজা, আর তথ্য দিলে পুরস্কারের ঘোষণা দেয়া আছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫