নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু

স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশ: অক্টোবর ০৩, ২০২৪

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ও স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে সংযুক্ত আরব আমিরাতে শুরু হলো নবম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। শারজায় উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। ৩ ওভারশেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ২০ রান।

 

এখন পর্যন্ত চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে সবকটিতেই স্কটল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

 

‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে আগের আট আসরের মধ্যে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, একবারের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড ছাড়াও এশিয়ার তিন দল ভারত, পাকিস্তান ও শ্রীলংকা। আজ রাত ৮টায় মুখোমুখি হবে উপমহাদেশের দুই দল পাকিস্তান ও শ্রীলংকা।

 

বাংলাদেশ একাদশ

সাথী রানী, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক/উইকেটকিপার), তাজ নেহার, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার, মারুফা আক্তার। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫