ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ বাহিনীর অভিযানে নাশকতা মামলার আসামি আটক

প্রকাশ: অক্টোবর ০৩, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে নাশকতা ও বিস্ফোরক মামলার এক আসামিকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোর রাতে সদর থানার ঘোকর্ণ ঘাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ড. ইয়াকুব মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নাশকতা ও বিস্ফোরক মামলায় অভিযুক্ত ছিলেন।

আটককৃত ব্যক্তিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। যৌথ বাহিনীর এ অভিযান অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের আটক না করা পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় গত ৪ আগস্ট নিরীহ ছাত্র জনতার উপর হামলাকারী সন্ত্রাসীদের ধরতে ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর এ অভিযান শুরু হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫