ডিসি নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ

ইটস আ ফেইক নিউজ— জনপ্রশাসন সচিব

প্রকাশ: অক্টোবর ০৩, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি গণহারে জেলা প্রশাসক নিয়োগ দিতে গিয়ে আর্থিক লেনদেনের অভিযোগকে মূল্যহীন বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন সচিব মো. মোখলেস উর রহমান। তিনি বলেন, ‘এই অভিযোগকারী আমার বিবেচনায় নেই এবং এই অভিযোগকে আমি মূল্যহীন মনে করি। ইটস আ ফেইক নিউজ।‘

ডিসি নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেনের বিষয়ে একটি জাতীয় পত্রিকায় পরপর দুটি প্রতিবেদন হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) প্রকাশিত দ্বিতীয় প্রতিবেদনে যুগ্ম সচিবের সঙ্গে জনপ্রশাসন সচিবের হোয়াটসঅ্যাপে কথোপকথনের বিষয়টি তুলে আনা হয়েছে। তবে অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

তবে প্রতিবেদন প্রকাশের পর আজ দুপুরে অভিযোগের বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হন জনপ্রশাসন সচিব। এসময় হোয়াটসঅ্যাপ কথোপকথনের বিষয়ে সচিব বলেন, ‘আমার মোবাইলটা হলো স্যামসাং, ওখানে যেটা শো করছে সেটা হল আইফোন। উনারা কী দেখাইলো সেটা ওনাদেরকে জিজ্ঞেস করবেন। আমি এইটা সম্পর্কে কিছুই জানি না।‘

‘আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ। সরকার যে মোবাইল দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না। আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করতেছি।‘

কথোপকথনের সত্যতা আছে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যদি স্ট্যান্ডবাজি নিউজ করতে চান, তাহলে এগুলো প্রশ্ন করতে পারেন। বিন্দু বিসর্গ সত্যতা নাই। এই প্রশ্ন করার আগে আপনারা নিজেকে প্রশ্ন করেন, আমাকে এই প্রশ্ন করা কতটুকু যৌক্তিক হচ্ছে।‘

খবর যদি মিথ্যা হয় তাহলে কী ব্যবস্থা নেবেন— এ প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ইতোমধ্যেই আমরা তিনটি পদক্ষেপ নিয়েছি। পত্রিকটির নাম উল্লেখ করে আমরা তথ্য সচিবকে চিঠি দিয়েছি। এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সরকারি চিঠি দেয়া হয়েছে। প্রেস কাউন্সিল আছে, অন্যান্য যে নিয়ম কানুন আছে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।‘

যে ভুয়া লোককে কেন্দ্র করে এতকিছু তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে চিঠি দেয়া হয়েছে। আগামী এক-দুই দিনের মধ্যে তাকে গ্রেফতার করা হবে। যে ব্যাংকারের ভুলের কারণে এ ধরনের একটা একাউন্ট খোলা হয়েছে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।‘

নিজের বিরুদ্ধে আসা অভিযোগের বিষয়ে কী বলবেন— জানতে চাইলে তিনি বলেন, ‘যারা এটা করেছে তাদের আমরা কতটুকু গুরুত্ব দেব? একটা রাস্তার লোক আমাকে অনেক কিছু বলতে পারে, আমি কি রাস্তার লোকের পেছনে দৌঁড়াবো? আমরা সরকারের পজিশনে থেকে জনগণের স্বার্থে কাজ করি। যেভাবে আছি সেভাবেই কাজ করব। যতদিন আল্লাহ হায়াতে রেখেছে নিয়ম অনুযায়ী কাজ করব।‘

অভিযোগের বিষয়ে কোনো তদন্ত কমিটি হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এই অভিযোগকারী আমার বিবেচনায় নেই এবং এই অভিযোগকে আমি মূল্যহীন মনে করি। ইটস আ ফেইক নিউজ।‘


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫