আজ স্কটল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা চান নিগার

প্রকাশ: অক্টোবর ০৩, ২০২৪

ক্রীড়া প্রতিবেদক

নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু আজ। বাংলাদেশের আসরটি এখন আয়োজন করছে সংযুক্ত আরব আমিরাত। স্বাগতিকের মর্যাদা অবশ্য থাকছে বাংলাদেশেরই। আজ প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ। আজ স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা করতে চান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। শারজায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। এরপর রাত ৮টায় পাকিস্তান খেলবে শ্রীলংকার বিপক্ষে।

 

স্কটল্যান্ডকে হারাতে পারলে তা হবে বড় এক অর্জন এবং সেটি বিশ্বকাপ যাত্রায় একটা ছন্দ এনে দেবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচবারের অংশগ্রহণে বাংলাদেশ জিতেছে মাত্র একটি ম্যাচ এবং সর্বশেষ চার আসরে তারা কোনো ম্যাচই জেতেনি। এবার জয় পেতে চান নিগার ও তার সতীর্থরা।

 

গতকাল সংবাদ সম্মেলনে নিগার বলেন,‘ আমরা প্রথম ম্যাচটি জিততে চাই। জিতলে তা হবে দলের জন্য বড় এক অর্জন। যদি পারি তবে তা দলের জন্য বিরাট উদ্দীপনার হবে। এরপর বড় কিছু ভাবতে পারব আমরা। আমরা জয়ের জন্য ক্ষুধার্ত।’

 

তবে জয় যে সহজ হবে না, তা-ও মনে করিয়ে দিলেন নিগার। তিনি বলেন, ‘স্কটল্যান্ডকে হারানো সহজ হবে না। এখানে যারা এসেছে তারা সবাই অভিজ্ঞতা নিয়ে এসেছে। তারা বিনা লড়াইয়ে হেরে যাবে না। আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলায় মানসিকভাবে তৈরি।’

 

 

বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ঢাকায় সংবাদ সম্মেলনে নিগার সুলতানা বলছিলেন, ‘প্রথম লক্ষ্য থাকবে ম্যাচ জেতা। এরপর যখন আমরা ছন্দ পাব, সেই ছন্দেই (হাসি)। সেমিফাইনাল কে না খেলতে চায়! আমাদেরও লক্ষ্য থাকবে তেমন কিছু করা।’

 

২০১৪ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়হীন বাংলাদেশ। এই জয়খরা এবার ঘুচাতে চান নিগার। তিনি বলেন, ‘আমি চারটি বিশ্বকাপ খেলেছি, এখন পর্যন্ত একটা ম্যাচ জিততে পারিনি। অবশ্যই এবার বিশ্বকাপে আমার ব্যক্তিগতভাবে যেমন লক্ষ্য, তেমনি গোটা দলেরই লক্ষ্য যেন আমরা একটা ম্যাচ জিতে শুরু করতে পারি। প্রতিটি ম্যাচের আগে যদি ওই দলের প্রতি বেশি মনোযোগ দিই ও আমরা যদি ম্যাচ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, আমাদের জন্য ভালো হবে।’


অনুশীলনে বেশ চনমনে বাংলাদেশের মেয়েরা। ছবি: বিসিবি 


আজ নিজের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন নিগার। এ নিয়ে তিনি বলেন, ‘প্রথম ম্যাচ জিততে চাই, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার জন্য ও গোটা দলের জন্য বড় একটি অর্জন হবে তা। ব্যক্তিগতভাবে ১০০তম ম্যাচ অবশ্যই বড় ব্যাপার। যদি সুস্থ থাকি ও খেলি, তাহলে লক্ষ্য তো এটাই থাকবে, এটা যেন স্পেশাল হয়ে থাকে, স্মরণীয় হয়ে থাকে সবার জন্য।’

 

স্কটল্যান্ড এখন পর্যন্ত বাংলাদেশের মেয়েদের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে সব কটিতেই হেরেছে।

 

‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে আগের আট আসরের মধ্যে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, একবারের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড ছাড়াও এশিয়ার তিন দল ভারত, পাকিস্তান ও শ্রীলংকা। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫