ধোপাজান নদীতে অভিযানে ২ কোটি টাকার বালু জব্দ করেছে বিজিবি

প্রকাশ: অক্টোবর ০৩, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধীনস্থ ডুলুরা বিওপির দায়িত্বপূর্ণ ধোপাজান নদীতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ২ কোটি ৩ লাখেরও বেশি টাকা মূল্যের ৯ হাজার ৫৭০ ঘনফুট বালুসহ ১৭টি নৌকা জব্দ করেছে বিজিবি।

গতকাল বুধবার (২ অক্টোবর) বিকালে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধীনস্থ ডুলুরা বিওপি হতে আনুমানিক ৪০০ গজ দক্ষিণে বিশ্বম্ভরপুর উপজেলাধীন সালুকাবাদ ইউনিয়নের আস্তানাঘাট এলাকায় ধোপাজান নদীতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ৯ হাজার ৫৭০ ঘনফুট বালু, ৮টি ইঞ্জিনসহ স্টিল বডি নৌকা (বড়), ৮টি ইঞ্জিনসহ স্টিল বডি নৌকা (মাঝারি) এবং ১টি ইঞ্জিনসহ কাঠ বডি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমুল্য ২ কোটি ৩ লাখ ৮৭ হাজার ১০০ টাকা।

জব্দকৃত মালামালসহ নৌকাগুলো সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

উল্লেখ্য, কতিপয় অসাধু ব্যবসায়ী ধোপাজান নদী থেকে অবৈধভাবে ড্রেজার বা বোমা মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করার ফলে নদী তার প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে। একইসঙ্গে নদীর আশপাশের এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫