শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ

রাবির আইআর বিভাগে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা

প্রকাশ: অক্টোবর ০৩, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের শিক্ষক অধ্যাপক সৈয়দ মো. আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। এসব অভিযোগে তার অপসারণ দাবিতে গতকাল সকালে বিভাগের সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় বিভাগে তালা দিয়ে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণাও দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন ইতিহাস বিভাগ থেকে আইআর বিভাগে চেয়ারম্যান হয়ে এসেছিলেন। বিভাগে দায়িত্ব নেয়ার পর ছয় বছর ধরে শিক্ষার্থীদের ওপর অত্যাচার করে আসছেন। এছাড়া বিভাগের সেশনজট, অর্থ কেলেঙ্কারি ও যৌন হয়রানির সঙ্গেও তিনি জড়িত ছিলেন।

তবে এ বিষয়ে অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন ফেসবুকে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার’ নামে একটি গ্রুপে এক পোস্টের মাধ্যমে বলেন, ‘এ বিভাগে আমি প্রফেসরের শূন্যপদে স্থায়ী নিয়োগ লাভ করি। নিয়োগ লাভ করেই আমি শক্ত হাতে ডিসিপ্লিন প্রতিষ্ঠা করি। শিক্ষকদের কাউন্সেলিং করি এবং শিক্ষাদানের সঠিক পেডাগোজি (শিক্ষাবিদ্যা) নিয়ে কাজ করি। আমার নেতৃত্বে বিভাগটি গতিশীল হয় এবং আমরা সেশনজট কিছুটা কমিয়ে আনতে সক্ষম হই।’

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. মো. শরিফুল ইসলাম বলেন, ‘গতকাল সকালে উপাচার্য স্যারের সঙ্গে কথা হয়েছে, তিনি আশ্বস্ত করেছেন, দ্রুতই একটা সমাধান হবে। এ বিষয় তদন্ত কমিটি গঠন হবে এবং আশা করছি শিক্ষার্থীরা ন্যায়বিচার পাবে। বিভাগের পক্ষ থেকেও সর্বোচ্চ সহযোগিতা করা হবে তাদের।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫