জুলাই-আগস্ট অভ্যুত্থান

নিহতদের পরিবারের পক্ষে মামলা করবে জাতীয় নাগরিক কমিটি

প্রকাশ: অক্টোবর ০৩, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহতদের পরিবারের পক্ষে মামলা করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। গতকাল কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ দুপুর ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলা করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৃহস্পতিবার দুপুর ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের পক্ষ থেকে জাতীয় নাগরিক কমিটি মামলা করবে। এর মাধ্যমে জাতীয় নাগরিক কমিটিতে অন্তর্ভুক্ত নতুন সদস্যদের পরিচয় পর্বও অনুষ্ঠিত হবে। এতে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিনসহ জাতীয় নাগরিক কমিটির সদস্য বিজ্ঞ আইনজীবীরা উপস্থিত থাকবেন।’

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের চলমান লড়াই সফল করার লক্ষ্যে গত ৮ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি। এতে আহ্বায়ক করা হয় মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারীকে। আখতার হোসেনকে করা হয় সদস্য সচিব।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫