নজরুল ইসলাম মজুমদারের অর্থ পাচারের প্রমাণ পেয়েছে সিআইডি

প্রকাশ: অক্টোবর ০৩, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের প্রায় ৩ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ট্রেড বেজড মানি লন্ডারিংয়ের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রে এ অর্থ পাচার করেন। তথ্যপ্রমাণ পাওয়ার পর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরুর ঘোষণা দিয়েছে সিআইডি। সিআইডি সদর দপ্তর থেকে গতকাল এ তথ্য জানানো হয়।

সিআইডি জানায়, নজরুল ইসলাম মজুমদারের মালিকানাধীন নাসা গ্রুপের প্রতিষ্ঠান ফিরোজা গার্মেন্টস লি. মার্চ ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত বিভিন্ন সময়ে ন্যাশনাল ব্যাংক লি. থেকে ১৩০টি এলসি/সেলস কন্ট্রাক্ট (বিক্রয় চুক্তি) গ্রহণ করেন। এর বিপরীতে যুক্তরাষ্ট্রে পণ্য রফতানি করে নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরেও রফতানি মূল্য প্রায় ৩ মিলিয়ন ডলার দেশে না এনে যুক্তরাষ্ট্রে পাচার করেন বলে তথ্যপ্রমাণ সিআইডির অনুসন্ধানে উঠে এসেছে।

এছাড়া যুক্তরাজ্যে অর্থ পাচারের মাধ্যমে লন্ডনের ফিলিমোর গার্ডেন ও ব্রান্সউইক গার্ডেনে তার কন্যা আনিকা ইসলামের নামে বাড়ি ক্রয় করার অভিযোগ পাওয়া গেছে। প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে নজরুল ইসলাম মজুমদার নাসা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বন্ড সুবিধার আওতায় বিদেশ থেকে শুল্কমুক্ত কাঁচামাল এনে সে পণ্য দেশীয় খোলাবাজারে বিক্রি করে শতশত কোটি টাকার শুল্ক ফাঁকি দিয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান জানান, নিজের ব্যক্তিগত ক্ষমতা ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে নাসা গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট চারটি প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় ২১ হাজার কোটি টাকার ঋণ নেন নজরুল ইসলাম মজুমদার।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫