বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

প্রকাশ: অক্টোবর ০৩, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

বিশ্ববাজারে গতকাল স্বর্ণের দাম কমেছে। ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় ধাতুটির দাম কমেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। এছাড়া যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার হ্রাসের বিষয়ে আগাম সংকেত পেতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্যের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। খবর রয়টার্স।

স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ৫ শতাংশ কমেছে। আউন্সপ্রতি মূল্য স্থির হয়েছে ২ হাজার ৬৪৯ ডলার ১৭ সেন্টে। অন্যদিকে গতকাল যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম কমেছে দশমিক ৭ শতাংশ। প্রতি আউন্সের মূল্য নেমেছে ২ হাজার ৬৭০ ডলার ৩০ সেন্টে।

বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ কারণেই গতকাল ডলারের বিনিময় হার বেড়েছে। ডলারের বিনিময় হার বেড়ে গেলে অন্যান্য দেশের মুদ্রাধারকদের স্বর্ণের ক্রয়ে বেশি মূল্য পরিশোধ করতে হয়, যা চাহিদায় প্রভাব ফেলে। চাহিদা কমে গেলে পণ্যের দাম কমে যায়।

সিটি ইনডেক্সের সিনিয়র বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, ‘‌মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা আর না বাড়লে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতার নিচে থাকবে বলে আমি আশা করছি।’

এদিকে স্পট মার্কেটে গতকাল রুপার দামও কমেছে। ধাতুটির দাম আগের দিনের তুলনায় দশমিক ৮ শতাংশ কমে টনপ্রতি মূল্য স্থির হয়েছে ৩১ ডলার ১৭ সেন্টে। অন্যদিকে গতকাল প্রতি আউন্স প্লাটিনামের দাম ৯৮৬ ডলার ৪৩ সেন্টে স্থিতিশীল ছিল।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫