১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৫ টাকা

প্রকাশ: অক্টোবর ০২, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

বাসাবাড়িতে রান্নার কাজে ১২ কেজি এলপি সিলিন্ডার গ্যাসের দাম ৩৫ টাকা বাড়ল। চলতি অক্টোবর মাসের জন্য এ দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

কমিশনের দাম ঘোষণায় দেখা গেছে, ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। যা গত সেপ্টেম্বর মাসে ছিল ১ হাজার ৪২১ টাকা।

বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ এ দাম ঘোষণা দেন। দাম বৃদ্ধির বিষয়টি নিয়ে তিনি বলেন, গত ছয় মাস যাবৎ আন্তজাতিক বাজারে বিউটেন ও প্রোপেনের দাম ঊর্ধ্বমুখী। যে কারণে দেশের বাজারে চলতি মাসেও দাম কিছুটা বাড়ছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫