অবৈধভাবে ভারত থেকে আসা ১২ বাংলাদেশী আটক

প্রকাশ: অক্টোবর ০২, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ১২জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। আজ বুধবার (২ অক্টোবর) বিজিবির জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) টহলদল বাংলাদেশের চর বোয়ালমারী নামক জায়গা থেকে ১২ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বলে জানিয়েছে বাহিনীটি।

আটকৃতরা হলোকুড়িগ্রামের রৌমারী উপজেলার টাবুরচর বাজার গ্রামের মো. আশরাফুল আলম (২৬), গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ হাতীবান্ধা গ্রামের মো. মনির হোসেন (৩৮), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরজীতর গ্রামের তোফাজ্জল হোসেন (২৯), ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সাকুয়াই বাজার গ্রামের মো. ওয়ালিউল্লাহ (২৫) ও মাহমুদপুর গ্রামের মো. ওবায়দী হাসান (২২), ময়মনসিংহের ফুলপুর উপজেলার নারিকেলী গ্রামের নবী হোসেন (২৬), সিংহের শবর গ্রামের ফোরকান আলী (৩১), কাতলী গ্রামের হযরত আলী (৩৬), চর গোয়াডাঙ্গা গ্রামের শফিকুল ইসলাম (২৫), জামালপুর সদরের পাথালিয়া গ্রামের মানিক মিয়া (২৯), নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সুনীলপাড়া গ্রামের আরিফ হোসাইন (৩৬) এবং নরসিংদীর পাঁচদোনা উপজেলার আসমান্দিরচর গ্রামের মিজানুর রহমান (২৩)।

আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দালালের মাধ্যমে অবৈধভাবে ৩ থেকে ৬ মাসের মধ্যে কাজের জন্য ভারতে গিয়েছিলেন। পরে ভারতীয় দালালের মাধ্যমে একত্রিত হয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে তাদের রৌমারী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫