রাজবাড়ীর পাংশায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৬ সন্ত্রাসী আটক

প্রকাশ: অক্টোবর ০২, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাঝাইল এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেনপাংশা উপজেলার সিরাজ উদ্দিন মন্ডল (৬০), উজ্জ্বল আলী মন্ডল (৩৬), ইয়ারুল ইসলাম (৫৩), শামীম শেখ (২৫), নজরুল (৩৫) এবং তোহিদুল (২৬) আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট ডাকাতির অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে পাংশা মডেল থানা পুলিশ সেনা ক্যাম্পের যৌথ অভিযানে কসবামাঝাইল ইউনিয়নের সুবর্ণখোলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

অভিযানে আটককৃতদের কাছ থেকে ১টি রাইফেল, ১টি লম্বা নলের পিস্তল, ৩টি রামদা ১টি কুড়াল উদ্ধার করা হয়েছে।

রাজবাড়ীর পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন জানান, রাতে পাংশা মডেল থানা পুলিশ আর্মি ক্যাম্পের একটি অপারেশনাল টিম গোপন সংবাদের ভিত্তিতে কসবামাঝাইল ইউনিয়নের সুবর্ণখোলা এলাকায় অভিযান পরিচালনা করে। সময় সংঘবদ্ধ জন সন্ত্রাসীকে সশস্ত্র অবস্থায় আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে চাঁদাবাজি লুটপাট হামলা ডাকাতিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। অভিযান শেষে আটকৃকত আসামীদের অস্ত্রসহ পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে এবং বিষয়ে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫