অনুপ্রবেশ ঠেকাতে কুষ্টিয়া সীমান্তে বিজিবির সতর্কতা

প্রকাশ: অক্টোবর ০২, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, কুষ্টিয়া

অনুপ্রবেশ ঠেকাতে কুষ্টিয়া সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি। গতকাল কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৭ বিজিবির সব কোম্পানি এবং বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় দিয়ে কোনো বাংলাদেশী অবৈধভাবে ভারতে প্রবেশ এবং ভারতীয় নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশ রোধে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে গিয়ে যেন অনাকাঙ্ক্ষিত প্রাণহানির ঘটনা না ঘটে, সে ব্যাপারে ব্যাটালিয়ন, কোম্পানি এবং বিওপি কমান্ডার পর্যায়ে প্রতিনিয়ত স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং প্রেষণা প্রদানের কার্যক্রম অব্যাহত রয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫