আদালতের রায়ে চসিকের নতুন মেয়র বিএনপির শাহাদাত হোসেন

প্রকাশ: অক্টোবর ০২, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করেছেন আদালত। আগামী ১০ দিনের মধ্যে এ-সংক্রান্ত গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীনের আদালত এ রায় দেন।

বাদীপক্ষের অ্যাডভোকেট আরশাদ হোসেন আসাদ জানান, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। 

রায় ঘোষণার পর আদালত চত্বরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, ‘২০২১ সালের সিটি করপোরেশন নির্বাচন যে কারচুপিপূর্ণ ছিল তা আজ প্রমাণিত। এ রায়ের মাধ্যমে সারা দেশে মানুষের আইনের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছিল, তা ফিরে আসবে। এছাড়া এ রায়ে চট্টগ্রামের ২০ লাখ ভোটারও খুশি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের দাবি সারা দেশে সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।’

আদালত গতকাল চসিক নির্বাচন নিয়ে যে রায় দিয়েছেন, সেটি দ্রুত বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। 

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি চসিক নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন নির্বাচন কমিশনারসহ নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় বিবাদী করা হয়েছিল চসিকের সাবেক মেয়র এম রেজাউল করিম চৌধুরী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, নির্বাচন কমিশনারের সচিব, প্রধান নির্বাচন কমিশনার, আবুল মনজুর, এমএ মতিন, খোকন চৌধুরী, মুহাম্মাদ ওয়াহেদ মুরাদ, মো. জান্নাতুল ইসলামকে। তবে বিবাদী পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫