সুপারশপে বন্ধ পলিব্যাগ সরকারিভাবে সচেতনতা বাড়ানোর দাবি

প্রকাশ: অক্টোবর ০২, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

গতকাল থেকে রাজধানীর সুপারশপে পলিথিন ও পলিপ্রপাইলিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধের ঘোষণা কার্যকর হয়েছে। এক মাস আগে থেকেই পরিবেশ মন্ত্রণালয় বেশ ঘটা করে বিষয়টি প্রচার করে আসছে। এ নিয়ে অংশীজনদের সঙ্গে বিভিন্ন সময় সভা করেছে মন্ত্রণালয়। আগামী ১ নভেম্বর থেকে কাঁচাবাজারেও পলিথিন জাতীয় ব্যাগ বহন নিষিদ্ধ করা হবে।

গতকাল রাজধানীর বিভিন্ন সুপারশপ ঘুরে দেখা গেছে, পলিথিন ও পলিপ্রপাইলিন ব্যাগ ব্যবহার বন্ধ রয়েছে। সুপারশপ কর্তৃপক্ষগুলো জানিয়েছে, তারা আগে থেকেই পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ রেখেছে। সরকারের সিদ্ধান্তের পর পলিপ্রপাইলিন ব্যাগ ব্যবহারও তারা বন্ধ করে দিয়েছে। বিকল্প হিসেবে সুপারশপে কাপড় ও চটের ব্যাগ দেখা গেছে। ওয়ারীর বিগ বাজার আউটলেটের হিসাবরক্ষক মো. দিদার হোসেন বলেন, ‘ঢাকায় আমাদের দুটি আউটলেট রয়েছে। আমরা আগে থেকেই এখানে কোনো ধরনের পলিথিন ব্যাগ ব্যবহার করতাম না। এখনো আমরা পলিথিন ব্যাগ ব্যবহার করছি না।’

পুরান ঢাকার টিপু সুলতান রোডের বেস্ট বাই আউটলেটের ব্যবস্থাপনা পরিচালক মো. আল আমিন বলেন, ‘আমরা পলিপ্রপাইলিনের ব্যাগ ব্যবহার করতাম। গতকাল থেকেই আমরা এসব আর ব্যবহার করছি না। আমরা ক্রেতাদের সঙ্গে এ নিয়ে কথা বলছি। ক্রেতারা স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছেন।’ স্বপ্ন, আগোরা, মিনাবাজার, বিগ বাজারসহ আরো কয়েকটি আউটলেটে কেনাকাটা করতে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পলিথিন বন্ধের বিষয়টিকে তারা স্বাগত জানিয়েছে। তবে এ সিদ্ধান্ত টেকসই হবে কিনা এ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন অনেকে। আগোরার মগবাজার আউটলেটে কথা হয় মোজাম্মেল নামে এক ক্রেতার সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের বাজার এখান থেকেই করা হয়। তবে এখানে কাপড়ের বড় ব্যাগ ৩০ টাকা দাম রাখা হয়েছে। একেবারে ছোট ব্যাগের দাম রাখা হয়েছে ১০ টাকা। এটা অনেক বেশি হয়ে যায়। সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে অবশ্যই সাশ্রয়ী মূল্যে বিকল্প ব্যাগ দিতে হবে।’

হাসনাবাদ স্বপ্ন সুপারশপে কথা হয় রামেলা বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘‌এ আইন কতদিন সাসটেইন করবে জানি না। তবে এবারই প্রথম আইন বাস্তবায়নের ক্ষেত্রে জনগণ ও অন্যান্য অংশীদার সবার কথা মাথায় রেখেছে সরকার। এর আগে একটি আইন হতো, কয়দিন অভিযান হওয়ার পর আর ওই বিষয়ে কারো কোনো খবর থাকত না। আশা করি, পলিথিন নিষিদ্ধের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সবাই সচেতন হবেন।’

পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্তে ক্রেতা-বিক্রেতা সবাই ব্যাপক সাড়া দিচ্ছেন বলে উল্লেখ করেছেন আগোরা মগবাজার আউটলেটের ম্যানেজার আজিজুর রহমান টুটুল। বণিক বার্তাকে তিনি বলেন, ‘‌পলিথিন একটি ক্ষতিকর জিনিস, এটা আমরা সবাই জানি। সরকার এটির ব্যবহার বন্ধের উদ্যোগ নিয়েছে, এতে ক্রেতারা ব্যাপক সাড়া দিচ্ছেন। আমরা চেষ্টা করছি কীভাবে আরো কম দামে বিকল্প ব্যাগ দেয়া যায়। এ নিয়ে আমরা কাজ করছি।’

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে উত্তর সিটি করপোরেশন কাঁচাবাজারে পলিথিন ও পলিপ্রপাইলিন ব্যাগ ব্যবহার বন্ধের পদক্ষেপ বাস্তবায়নে ‘ক্লিন-আপ’ কার্যক্রম উদ্বোধন করেন। সেখানে বিকল্প সামগ্রীও বিতরণ করেন তিনি। এখনই সব ধরনের প্লাস্টিকের বিরুদ্ধে উদ্যোগ নেয়া হচ্ছে না জানিয়ে উপদেষ্টা বলেন, ‘পলিথিন ব্যবহার বন্ধে অভিযান পরিচালনা করা হবে। কারণ সতর্ক করা এবং কঠোর হওয়ার সময় পার হয়ে গেছে। তবে শাস্তি দেয়া আমাদের উদ্দেশ্য নয়। ক্ষতিকর এ ব্যাগের ব্যবহার বন্ধ করাই আমাদের মূল উদ্দেশ্য। তবে ভোক্তা পর্যায়েও সচেতনতা দরকার।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫